পপুলার২৪নিউজ ডেস্ক:
আগামী ঈদের ছবি ‘বস টু’ থেকে ‘আল্লাহ মেহেরবান’ গানটি সরিয়ে নেয়ার জন্য জাজ মাল্টি মিডিয়াকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের এক আইনজীবীর পাঠানো এ নোটিশে গানটি সরাতে জাজকে ৩ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ২৭ মে ইসলামী গান মনে করে আমার মক্কেল ইউটিউবে ‘আল্লাহ মেহেরবান’ গানটি খুঁজে পান। কিন্তু তিনি দেখতে পান গানটি ‘বস টু’ নামক চলচ্চিত্রের আইটেম সং।
গানটিতে আল্লাহর পবিত্র নামকে জঘন্যভাবে চিত্রায়িত করার অভিযোগ আনা হয়।
পবিত্র রমজানের আগে এরকম ধৃষ্টতাপূর্ণ গান ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে উল্লেখ করে আগামী ৩ দিনের মধ্যে গানটি ইউটিউবসহ অন্যান্য মাধ্যম থেকে সরিয়ে ফেলার কথা বলা হয়েছে।
জাজ মাল্টি মিডিয়া ছাড়াও সরকারের তথ্য মন্ত্রণালয় সচিব, সাংস্কৃতিক সচিব, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, পুলিশের আইজি, চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবরও নোটিশের অনুলিপি পাঠানো হয়।