ফারমার্স ব্যাংকের চিশতীর জামিন ফের নাকচ

পপুলার২৪৪নিউজ প্রতিবেদক:

অর্থ পাচার মামলায় দি ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর জামিন আবেদন ফের নাকচ করেছেন আদালত।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আসামির জামিন নাকচের এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, এর আগে চলতি বছরের ২৯ মে বাবুল চিশতীর জামিন নাকচ করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

এরও আগে ২৬ এপ্রিল দুই দফার রিমান্ড শেষে বাবুল চিশতীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার হাকিম আদালত আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে বাবুল চিশতী কারাগারে রয়েছেন।

বাবুল চিশতীর চলতি মাসের ১০ এপ্রিল প্রথম দফায় চার দিন ও ১৯ এপ্রিল দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অপরদিকে এ মামলায় ১৮ এপ্রিল রিমান্ড শেষে বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীসহ তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কারাগারে থাকা অপর আসামিরা হলেন, ব্যাংকের ফার্স্ট প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান খান ও এসভিপি জিয়া উদ্দিন আহমেদ।

সূত্র আরও জানায়, চলতি বছরের ১০ এপ্রিল দুপুরে দুদকের উপপরিচালক মো. সামছুল আলমের নেতৃত্বাধীন একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে।

 

পূর্ববর্তী নিবন্ধএবার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর ট্রাক, স্কুলছাত্রী নিহত
পরবর্তী নিবন্ধএনএসআইয়ের নতুন ডিজি জেনারেল জোবায়ের