স্পোর্টস ডেস্ক : রঙিন পোশাকে রঙ ছড়িয়ে জায়গা করে নিয়েছিলেন সাদা পোশাকে। কিন্তু লাল বলের ক্রিকেটে অভিষেকটা রাঙাতে পারেননি সূর্যকুমার যাদব। ফলে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন এই টপ অর্ডার ব্যাটার। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারছেন না হরভজন সিং। ভারতের সাবেক এই ক্রিকেটারের মতে, আগ্রাসী ব্যাটারের ভূমিকার জন্য সূর্যকুমার যাদবের মতো একজনকে দলে প্রয়োজন।
গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে পা রাখেন সূর্যকুমার। ওই ম্যাচের আগে তিন বছরের মধ্যে স্রেফ দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন তিনি। তার পরও তাকে টেস্ট ক্যাপ উপহার দেওয়া হয় মূলত সীমিত ওভারের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে। তবে অভিষেকে একমাত্র ইনিংসে ৮ রানে আউট হওয়ার পর তিনি আর সুযোগ পাননি। এবার তাকে রাখা হয়নি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতের স্কোয়াডেও।
হরভুজন বলেন, ‘একজনের অভাব এই স্কোয়াডে বোধ হচ্ছে, সে হলো সূর্যকুমার যাদব। তাকে দলে রাখা উচিত ছিল। তিন স্পিনার নেওয়ার বদলে বাড়তি একজন ব্যাটসম্যান দলে নেওয়া যেত। কারণ এমন একজন ব্যাটসম্যান মিডল অর্ডারে প্রয়োজন, যে প্রতিপক্ষকে ধ্বংস করে করে দিতে পারে এবং সূর্যকুমার তেমনই একজন।’
এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ অজিঙ্কা রাহানেক। যদিও তাকে ফেরানো হয়েছে মূলত চোট পাওয়া শ্রেয়াস আইয়ারের জায়গায়। রাহানের সুযোগ পাওয়ায় অবশ্য আপত্তির কিছু দেখছেন না হরভজন সিং। নিজের ইউটিউব চ্যানেলে আলোচনায় বরং এই সিদ্ধান্তকে যৌক্তিকই বললেন ভারতের সাবেক এই স্পিনার।
তিনি বলেন, ‘সে (রাহানে) বেশ কিছু ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছে এবং দুর্দান্ত একজন ব্যাটনম্যান। তার টেকনিক দারুণ। তার বর্তমান ফর্মকে বিবেচনায় নেওয়া হয়েছে এবং শ্রেয়াস আইয়ারের চোটের কারণে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’