ফাইনালের আগে রিয়ালের গোল উৎসব

পপুলার২৪নিউজ ডেস্ক:

আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফাইনালি লড়াইয়ে জয় পেলে প্রথম দল হিসেবে টানা তিনবার ইউরোপসেরার টাইটেল ঘরে তোলার রেকর্ড গড়বে দলটি।

এর আগে দুর্দান্ত এক জয় পেল স্প্যানিশ জায়ান্টরা। বলা যায়, শিরোপা নির্ধারণী ম্যাচে ভালো খেলার রসদ পেয়ে গেল তারা। সেল্টাভিগোকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোজরা।

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে একাদশে ছিলেন না রিয়ালের প্রাণভোমরা চোটগ্রস্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে তার অভাব বুঝতে দেননি গ্যারেথ বেল, ইসকোরা। শুরুতেই স্বরূপে দেখা যায় স্বাগতিকদের। ১৩ মিনিটে দলকে লিড এনে দেন বেল।

এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে রিয়াল। মুহূর্মুহু আক্রমণ করতে থাকে দলটি। তবে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান সেল্টার রক্ষণসেনারা।স্বাগতিকদের একের পর এক প্রচেষ্টা নস্যাৎ করে দেন তারা। তবে ৩০ মিনিটে আর পেরে ওঠেননি অতন্দ্র প্রহরীরা। ফের প্রাণকেন্দ্রে বেল। এবার বুলেট গতির শটে দলের ব্যবধান ২-০ করেন এ ওয়েলস ফরোয়ার্ড।

এর পর যেন সেল্টার গোলমুখ খুলে যায়। মিনিট দুয়েক পরই ব্যবধান বাড়ান ইসকো। ৩-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধেও ছন্দে গ্যালাকটিকোরা। শুরুতেই নিশানাভেদ করে স্কোরলাইন ৪-০ করেন আশরাফ হাকিমি।

রিয়ালের বারংবার আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে সেল্টা। প্রতিপক্ষের দূর্গে আক্রমণ সামলাতে হিমশিম খেতে থাকে অতিথিরা। ৭৪ মিনিটে তা রুখতে পারেননি তারা। নিজেদের জালেই বল জড়িয়ে দেন সার্জিও গোমেজ। আর ৮১ মিনিটে ঠিকানায় বল পাঠিয়ে শেষ পেরেকটি ঠুকেন টনি ক্রুস।

চলতি লা লিগায় এটি যৌথভাবে সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে লাস পালমাসকে ৬-০ গোলে হারায় জিরোনা।

এ জয়ে তিনে থেকে লিগ শেষ করল রিয়াল। ৩৭ ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৭৫। ফলে আগামী মৌসুমে ইউরোপসেরা মঞ্চে খেলতে তাদের আর কোনো প্রতিবন্ধকতা রইল না।

পূর্ববর্তী নিবন্ধলাল গালিচায় গোলাপী দীপিকা
পরবর্তী নিবন্ধনির্বাচনে মাইনাস করতেই খালেদা জিয়াকে কারাবন্দি : বিএনপি