ফসলহারা কৃষকের বাড়িতে অর্থ লগ্নিকারী এনজিও : ঋণের কিস্তির চাপে দিশেহারা হাওরবাসী

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

সুনামগঞ্জ হাওর পাড়ের কৃষক পরিবারের কাছে অর্থ লগ্নিকারী এনজিওগুলো কিস্তি আদায় না করার সরকারের নির্দেশনাও মানছে না। এরা সপ্তাহের নির্ধারিত দিনে গিয়ে ঠিকই ফসলহারা কৃষকদের দ্বারে দ্বারে হাজির হচ্ছে কিস্তি আদায়ের জন্য। কিস্তি না দিলে পরের বছর ঋণ পাবে না, এ ধরনের নানা ভয়ভীতিও দেখাচ্ছে তারা। কোন কোন এনজিও কর্মী সন্ধ্যা পর্যন্ত বসে কিস্তি আদায় করে ফিরছে। ছাতক উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে জানা গেছে গ্রামীণ ব্যাংক এক সপ্তাহের জন্যও কিস্তি আদায় বন্ধ করেনি।
তাহিরপুরের শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য জানালেন, তার ওয়ার্ডের দুটি ঋণ গ্রুপের কাছ থেকে গত রোববার তার সামনেই ব্র্যাক ও উদ্দীপনের মাঠ কর্মীরা কিস্তি আদায় করেছে। বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ব্রজনাথপুরের মিনা রানী বিশ্বাস ও তার জা মিলে গ্রামীণ ব্যাংক থেকে প্রায় আড়াই লাখ টাকা ঋণ নিয়েছেন। তাঁদের আড়াই হাল জমি পানিতে ডুবেছে। এক ছটাক ধানও ঘরে তোলা হয়নি। তারা হস্তশিল্পের কিছু কাজ করায় কোন ভাবে জীবিকা চলছে। কিন্তু কিস্তি আদায়ের দিন ঠিকই গ্রামীণ ব্যাংকের মাঠ কর্মীরা এসে বসে থাকে। ছাতকের হলদিউরা গ্রামের লেচু বেগম জানান, গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। ঘরে খাবার থাকুক বা না থাকুক কিস্তি দেবার দিন টাকা ব্যবস্থা করে রাখেন। না হয় গ্রামীণ ব্যাংকের মাঠ কর্মী এসে বসে থাকবে। জামালগঞ্জের দক্ষিণ কামলাবাজের পদক্ষেপ’র ঋণ গ্রহিতা কৃষাণী মমতা বেগম বললেন, ফসল গেছে মাইর, আমি বলছিলাম আমার মাসে এক হাজার টেকার (টাকার) ডিপিএস আছে, ১৩ মাসে ১৩ হাজার টেকা জমা হইছে, এই টেকাগুলো দিলে আপাতত চলতে পারমু (পারবো), দুই জনরে লইয়া (নিয়ে) গিয়া অনুরোধ করছি। তারা টেকা দিলো না। এক সপ্তাহের জন্যও ঋণের কিস্তি বাকী মানে না। কেউ যদি কিস্তি দিতে না পারে সন্ধ্যা পর্যন্ত বইয়া (বসে থেকে) কিস্তি লইয়া (নিয়ে) যায়। পুরো জেলা জুড়েই সক্রিয় এনজিও’র ঋণ আদায়কারী কর্মীরা। তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন বলেন, আমার ওয়ার্ডে ব্র্যাক এবং উদ্দীপন’র ঋণ গ্রহিতা দুটি গ্রুপ রয়েছে। দুই এনজিও’র কিস্তি আদায়কারীরাই নির্ধারিত দিনে গিয়ে কিস্তির জন্য বসে থাকে।
উদ্দীপন’র তাহিরপুর অফিসের ব্যবস্থাপক সবিনয় বিশ্বাস বলেন, সপ্তাহে ৬ দিনই আমরা কিস্তি আদায় করি। জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কোন চিঠি আমরা পাইনি। কিস্তি আদায়ের জন্য আমরা কাউকে চাপ দিচ্ছি না। যাদের ঋণ শেষের পথে, তারা কিস্তি শেষ করে নতুন ঋণ নিতে চাইছে। কেউ কেউ নিয়েছেও। পদক্ষেপ’র জামালগঞ্জ অফিসের ব্যবস্থাপক আলতাফ হোসেন বলেন, কিস্তি আদায়ের বিষয়টি নিয়মিত নেই আমাদের। যাদের ঋণের কিস্তি দেওয়া শেষ পর্যায়ে, তারা কিস্তি দিয়ে নতুন ঋণ নিচ্ছে। মমতা বেগম নামের কেউ এ ধরনের হয়রানির শিকার হয়েছে বলে আমার জানা নেই। গ্রামীণ ব্যাংকের বিশ্বম্ভরপুর অঞ্চলের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক মুছলেহ্ উদ্দিন বলেন, আমরা কাউকে ঋণের কিস্তির জন্য চাপ দিচ্ছি না। আমাদের মাঠ কর্মীরা যোগাযোগ রক্ষার জন্য গ্রামে গ্রামে ঘুরে। কেউ নিজ আগ্রহ থেকে, যেমন ঋণের কিস্তি শেষ পর্যায়ে, কিস্তি দেওয়া শেষ করে নতুন ঋণ নেবে, তাদের কিস্তি আদায় করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, এনজিওগুলোকে নিয়ে সভা করা হয়েছে। রেজুলেশন হয়েছে, কিস্তি আদায় না করার জন্য। প্রত্যেক এনজিওকে চিঠিও দেওয়া হয়েছে। এরপরও কেউ ফসলহারা কৃষক পরিবারের কাছ থেকে বকেয়া কিস্তি আদায় করলে সেটি দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধইফতারে সুস্বাদু হালিম
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড মহাখালী শাখায় বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত