ফর্সা হওয়ার সহজ উপায়

পপুলার২৪নিউজ ডেস্ক:

ফর্সা হওয়ার সুপ্ত ইচ্ছা ভারতীয়দের মধ্যে প্রবল। এর জন্য চলে নানা রকম প্রোডাক্টের ব্যবহার। কিন্তু আশানরূপ ফল পাওয়া যায় না। কেমিক্যালযুক্ত প্রোডাক্টের ব্যবহারে উলটে ত্বকের ক্ষতি হয়। তাই আপনার জন্য রইল ফর্সা হওয়ার ঘরোয়া কয়েকটি উপায়-

১. তেঁতুলের পাল্প ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখতে হবে। শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে ২দিন এর ব্যবহারে ভালো ফল পাবেন।

২. লেবু ও মধু একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। মুখ ভালো করে পরিষ্কার করে মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। মিনিট ১৫ পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ৩-৪ দিন এর ব্যবহারে ভালো ফল পাবেন।

৩. মুসুর ডাল বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভেজা মুসুর ডাল বেটে একটি ঘন পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন, কেমন তাড়াতাড়ি ত্বক ফর্সা হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধফরিদগঞ্জে ট্রাক্টরচাপায় ৫ শিক্ষার্থীসহ আহত ৬
পরবর্তী নিবন্ধস্ত্রীকে রামদা দিয়ে কোপানো সেই স্বামী গ্রেপ্তার