জেলা প্রতিনিধি:
ফরিদপুরে শিউলী আক্তার নামের এক এনজিওকর্মীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় রিপন মোল্লা (৩৯) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রিপন মোল্লার বাড়ি বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামে। তার বাবার নাম কুরবান মোল্লা।
রায়ে ঘটনার সঙ্গে জড়িত না থাকায় অপর আটজনকে বেকসুর খালাস দেওয়া হয়। খালাসপ্রাপ্তরা হলেন-সাইদ মাতুব্বর, ফজর খা, বক্কার মোল্লা, রফিক মোল্লা, মিকু মাতুব্বর, রঞ্জু সরদার, বিপুল সরদার ও ওবায়দুর মোল্লা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১২ জুলাই বোয়ালমারী অফিস থেকে সন্ধ্যার পর বাড়ি ফিরছিলেন এনজিওকর্মী শিউলি আক্তার। পথে আগে থেকে ওত পেতে থাকা পরিচিত রিপন মোল্লা ও তার সহযোগীরা তাকে অপহরণ করে একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বারেক মোল্লা বাদী হয়ে বোয়ালমারী থানায় নয়জনকে আসামি করে একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল।