ফরহাদ মজহারের অপহরণ মামলা তদন্ত করবে ডিবি

পপুলার২৪নিউজ ডেস্ক:ফরহাদ মজহারের অপহরণ মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগকে। গতকাল মঙ্গলবার বিকালে তদন্তের দায়িত্ব তাদের দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী। জোনাল টিমের গোয়েন্দা পরিদর্শক দেলোয়ার হোসেন মামলাটির তদন্ত করবেন বলে জানা গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম মোস্তফা রাসেল জানান, আজই আমরা অর্ডারের কাগজ হাতে পেয়েছি। মোহাম্মদপুর জোনাল টিমের পরিদর্শক দেলোয়ার হোসেনকেই এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হবে।

গত সোমবার রাতে ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার বাদী হয়ে আদাবর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নম্বর -৪-এ তিনি অভিযোগ করেন, ওই দিন ভোরে বাসা থেকে বের হওয়ার পর ফরহাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এর মধ্যে তার মোবাইল ফোন থেকে কল করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

এদিকে, নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর যশোরের অভয়নগর থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে। তিনি মিস্টার গফুর নামে টিকিট কেটে খুলনা থেকে ঢাকায় ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রাতে অভয়নগর থানায় রাখার পর মঙ্গলবার সকালে ফরহাদ মজহারকে ঢাকার আদাবর থানায় ও পরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক আহসান হাবিবের খাস কামরায়। মঙ্গলবার বিকালে সেখানে ১৬৪ ধারায় জবানবন্দি দেন ফরহাদ মজহার।

 

পূর্ববর্তী নিবন্ধশেহজাদের জন্য আফগান ক্রিকেট ভক্তদের ক্ষমা প্রার্থনা
পরবর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন গেইল!