ফতুল্লায় বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

পপুলার২৪নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডায়িং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের মধ্যে একজন মারা গেছেন।

তার নাম সেলিম মিয়া। তিনি মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাবুল খানের ছেলে।

শনিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেলিমের মৃত্যু হয়।

এর আগে ভোরে ফতুল্লার দক্ষিণ শিহাচর লালখা খানকার মোড় এলাকার আল নাসির ওয়াশিং ডায়িং কারখানায় বিস্ফোরণে সেলিম ও আব্দুল্লাহ নামের দুই শ্রমিক দগ্ধ হন।

ফতুল্লা মডেল থানার এসআই আমিনুল ইসলাম বলেন, কারখানার ম্যানেজার জয় জানিয়েছেন, দগ্ধ সেলিম মারা গেছেন। তার মাধ্যমে মৃত্যুর খবর পেয়েছি। আর কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

তবে ঘটনাস্থলে গিয়ে কারখানা তালাবদ্ধ থাকায় বিস্ফোরণে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

তিনি বলেন, ঘটনার পর পর মালিক ইস্রাফিল কারখানার গেট তালাবদ্ধ করে আত্মগোপন করেন।

বিস্ফোরণে দগ্ধ আব্দুল্লাহ নামে আরেকজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান এসআই আমিনুল।

কারখানার শ্রমিকরা জানান, ভোরে বয়লার বিস্ফোরণে কারখানার টিনের চাল উড়ে যায়। এসময় সেলিম ও আব্দুল্লাহকে গুরুতর অবস্থায় কারখানা থেকে নিয়ে যান মালিক পক্ষের লোকজন।

 

পূর্ববর্তী নিবন্ধবিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে সরকার : ফখরুল
পরবর্তী নিবন্ধসিরিয়ায় হামলার ব্যাপারে ইসরাইলকে সাবধান করল রাশিয়া