আলমগীর নিশান :ফটিকছড়ি, চট্টগ্রাম ;
ফটিকছড়ি বিবিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৬ লক্ষ টাকা মুল্যমানের বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে র্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
চট্টগ্রাম কাস্টমসের সরকারী রাজস্ব কর্মকর্তা মো. হাদিয়ার রহমানের সহায়তায় জনৈক বেলালের মালিকানাধীন গোডাউনে তল্লাশী চালিয়ে ৫ লক্ষ ৬০ হাজার পিস সিগারেট উদ্ধার করা হয়। এসব সিগারেটের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় একজনকে আটক করে র্যাব।
আটক চোরাকারবারীর নাম মো. বেলাল উদ্দিন (৫০)। তিনি উপজেলার পূর্ব আজিমপুরের বাসিন্দা মো. ইউনুসের ছেলে।
বৃহস্পতিবার বিবিরহাট বাজারের জানে আলম কমপ্লেক্স এর নিচ তলায় মুমু এন্টারপ্রাইজে সকাল ৯টা থেকে তিনঘন্টা ধরে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দেওয়া এসব সিগারেট জব্দ করা হয়।
শুল্ক ফাকি দেওয়া এবং এন আর বি ব্যান্ড জাল করা উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৬ লক্ষ টাকা।