ফটিকছড়ি উপজেলার এমপিওভুক্ত করন হয়েছে ৯ শিক্ষা-প্রতিষ্টান 

আলমগীর নিশান : ফটিকছড়ি, চট্টগ্রাম :
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনানুযায়ী ২ হাজার ৭শত ৩০টি বিদ্যালয় ও মাদ্রাসা এমপিওভুক্ত করন করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা যে সব বিদ্যালয় ও মাদ্রাসা এমপিওভুক্তির আওতায় এসেছে সেগুলোর নাম নিন্মে উল্লেখ করা হলো :
মাধ্যমিক (ষষ্ঠ- ১০ম)
১. পূর্ব ধলই খতিজা মালেক স্কুল এন্ড কলেজ
২. আজিমনগর আহমদিয়া উচ্চ বিদ্যালয়
৩. বাবুনগর উচ্চ বিদ্যালয়
নিন্ম মাধ্যমিক পর্যায়ে ( ষষ্ঠ – ৮ম)
১. রসুলপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়
২. সুয়াবিল উচ্চ বিদ্যালয়
৩. সুয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়
৪. নুর আহম্মদ ইঞ্জিনিয়ার উচ্চ বিদ্যালয়
৫. গোপাল ঘাটা উচ্চ বিদ্যালয়
৬. সৈয়দ সৈয়দা উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা ( ১ম – দাখিল)
১. মনিরুল উলুম বারীয়া ইসলামিয়া মাদ্রাসা
২. দারুসুন্নাহ কাদেরিয়া দাখিল মাদ্রাসা
৩. ফারুক আজম ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা
৪. মাদ্রাসা ই গাউসুল আজম মাইজভাণ্ডারী
৫.সুয়াবিল গাউছিয়া তৈয়বিয়া রহমানিয়া মাদ্রাসা
৬. ফতেপুর জে বি নুরীয়া দাখিল মাদ্রাসা
পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রাফিক সচেতনতা,মাদক,জঙ্গি  ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ডিএমএফ আর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক এবং ইডব্লিউ ভিএম হেলথ বাংলাদেশ লি: মধ্যে চুক্তি স্বাক্ষর