আলমগীর নিশান ; ফটিকছড়ি, চট্টগ্রাম :
চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল কক্ষেই প্রাইভেট বানিজ্য চালিয়ে যাচ্ছে হাইদচকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত।
অভিযোগ রয়েছে, সকালে স্কুল খোলার আগে ও স্কুল ছুটির পরে শিক্ষার্থীদের বসিয়ে রেখে সরকারি স্কুলের শ্রেণিকক্ষ, সেখানকার বৈদ্যুতিক বাতি সহ যাবতীয় আসবাবপত্র ব্যবহার করে কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছেন ঐ প্রধান শিক্ষক।
অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বিকাল ৫টায় সরেজমিনে স্কুলে গেলে সাংবাদিকদের ক্যামেরা দেখে প্রধান শিক্ষক হতভংগ হয়ে যান। এই সময় দেখা যায়, স্কুলের একটি কক্ষে প্রায় ৩০ এর অধিক ছাত্র-ছাত্রী বই পুস্তক নিয়ে বসা আছে। একই কক্ষে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেনী শিক্ষার্থীও রয়েছে। তারা জানান, আমরা প্রতিজনে ৩শ টাকা করে বেতন দিয়ে স্কুল ছুটির পর হেড স্যারের কাছে প্রাইভেট পড়ি। এই সময় প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত তাদেরকে টাকার কথা না বলতে হাতের ইশারায় পাশ-থেকে নিষেধ করতে থাকেন। যা ক্যামেরায় ধরা পড়ে যায়।
এদিকে এই নিউজটি না করার জন্য উপস্থিত সাংবাদিককে জড়িয়ে ধরে করজোড়ে অনুরোধ করেন ঐ প্রধান শিক্ষক। এছাড়াও প্রধান শিক্ষক তার একজন ঘনিষ্ট ব্যাক্তির মাধ্যমে নিউজটি যাতে মিডিয়ায় না আসে সেই জন্য মুটোফোনে ৩০ হাজার টাকা অপার করে এই প্রতিবেদককে ম্যানেজের চেষ্টাও করেন। এদিকে সাংবাদিকদের ম্যানেজ করতে না পারলেও ঐ প্রধান শিক্ষক উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসারকে ঠিকই ম্যানেজ করে পেলেছেন বলে সুত্রে জানা যায়।
এদিকে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হাসানুল কবির প্রথমে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে এটা নিয়ে নিউজ করার কিছু নেই বলে জানান। এছাড়াও তিনি স্কুল ছুটির পর প্রাইভেট পড়ানো যায় বলে জানান।
এ ব্যাপারে সহকারি জেলা শিক্ষা অফিসার মোঃ জহির উদ্দীন বলেন, প্রাইমারি স্কুলে শিক্ষকদের প্রাইভেট পড়ানোর কোন নিয়ম নেই।
কোন শিক্ষক প্রাইভেট পড়াচ্ছেন কিনা সেটা দেখার বিষয় প্রধান শিক্ষকের। কিন্তু প্রধান শিক্ষক নিজেই প্রাইভেট পড়ালে তা আরো জঘন্য অপরাধ। এর জন্য প্রধান শিক্ষককে শাস্তি পেতে হবে। আর টাকা নিয়ে প্রাইভেট পড়ালে অভিযোগ পাওয়া সাপেক্ষে ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।