ফটিকছড়ির বিবিরহাটে নিত্য-নতুন মোবাইলের সমাহার নিয়ে “মোবাইল ভিলেজ” এর উদ্বোধন 

আলমগীর নিশান ; ফটিকছড়ি, চট্টগ্রাম :

ফটিকছড়ির ব্যবসায়িক কেন্দ্র বিবিরহাট বাজারে নিত্য-নতুন মোবাইলের সমাহার নিয়ে যাত্রা শুরু করল “মোবাইল ভিলেজ” নামের একটি প্রতিষ্টান।

৯ আগষ্ট শুক্রবার সকাল সাড়ে ১১ টায় কলেজ রোডস্থ এ এইচ শপিং কমপ্লেক্সের পূর্ব পার্শ্বে অবস্থিত মোবাইল ভিলেজের উদ্বোধন করেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন।

এ সময় বিবিরহাট বনিক কল্যান সমিতির সভাপতি দিদারুল বশর চৌধুরী দুদু, সাধারন সম্পাদক শফিউল আলম দুলাল, প্যানেল মেয়র গোলাপ মওলা গোলাপ, মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম, সমাজ কল্যান সম্পাদ খোরশেদুল আলম, দোকান ভূমি মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা জাগির হোসেন, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, মোবাইল ভিলেজের স্বত্ত্বাধিকারী অজিত চক্রবর্তী উপস্থিত ছিলেন।

মোবাইল ভিলেজের স্বত্ত্বাধিকারী অজিত চক্রবর্তী বলেন, আমাদের প্রতিষ্টানে সুলভ মুল্যে নিত্য-নতুন মডেলের মোবাইল সেট ছাড়াও সার্ভিসিং, মেমোরি কার্ডসহ যাবতীয় মোবাইল সামগ্রী বিক্রয় করা হয়।
আমাদের প্রতিষ্টানে সবাইকে স্বাগতম জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে পশুর হাটের জনপ্রিয়তা বাড়ছে
পরবর্তী নিবন্ধপাকিস্তানকে সত্যটা মানতে হবে : ভারত