ফটিকছড়ির কাঞ্চননগরে ভাতার বই বিতরন, গণ-সচেতনতামুলক কর্মসুচী অনুষ্টিত 

আলমগীর নিশান ; ফটিকছড়ি, চট্টগ্রাম :
ফটিকছড়ি কাঞ্চননগরে ডিজিটাল উপায়ে সামাজিক নিরাপত্ত্বা বেষ্টনী কার্যক্রমের ভাতাসমুহ প্রদান ও সচেতনতামুলক কর্মসুচী অনুষ্টিত হয়েছে।
৮ আগষ্ট বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, এটুআই প্রোগ্রাম ও তথ্য-প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের সভাপতিত্ত্বে অনুষ্টিত কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব।
এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বয়স্ক ভাতাভোগী পুরুষ ও মহিলাদের হাতে ভাতার বই তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে গরীব-অসহায়দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে আগামীতেও সবাইকে আওয়ামীলীগের পাশে থেকে দেশের উন্নয়নে সহযোগিতা করার আহবান জানান।
মাষ্টার নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা আবুল হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রনবেশ মহাজন, ইউপি চেয়ারম্যান রশীদ উদ্দীন চৌধুরী কাতেব, ডাঃ অতুনু চৌধুরী, আওয়ামীলীগ নেতা আকতার উদ্দীন বাচ্চু, মোঃ জানে আলম, যুবলীগ নেতা বাবর আলী,
এস এম মাসুদ পারভেজ ও আক্কাস আলী ।
এর পর আমন্ত্রিত অতিথিরা উপজেলা প্রশাসনের আয়োজনে এডিস মশা নিধন ও প্রতিরোধে ফগার মেশিনের মাধ্যমে মশার ঔষধ স্প্রে করেন।
এ সময় ইউপির সকল সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী নিবন্ধভেঙে যাচ্ছে অনন্যা-রাজের বিয়ে
পরবর্তী নিবন্ধদুর্নীতির জন্যই সরকার ডেঙ্গু মোকাবেলায় অক্ষম: রিজভী