ফটিকছড়ির আমতলে ডাকাতের হানা, ২ সিকিউরিটি গার্ড আহত

আলমগীর নিশান ; ফটিকছড়ি, চট্টগ্রাম :
ফটিকছড়ির উত্তর পাইন্দং কারবাল্লাটিলার আমতলে ডাকাত হানা দিয়েছে। এ সময় ডাকাতের লাটির আঘাতে ২জন বৃদ্ধ আহত হয়েছেন বলে জানা যায়।
আহতরা হলেন খাগড়াছড়ি – ফটিকছড়ি সড়কের কাজের নির্মিত পজেক্টের সিকিউরিটি গার্ড পাইন্দং তাজুরবাড়ীর মৃত আব্দুস সোবহানের ছেলে ছালে জহুর (৭০), অন্যজন ফেনী সোনাগাজীর মৃত শফিউল্লার ছেলে মোঃ নুরুল আলম (৫০)।
১৪ অক্টোবর মধ্যরাত সাড়ে ৩টায় উত্তর পাইন্দং খাগড়াছড়ি – ফটিকছড়ি প্রধান সড়কের উপর এই ঘটনা ঘটে।
ছালে জহুর জানান, তারা প্রতিদিনকার মত রাতে প্রজেক্টের মালামাল পাহারা দিচ্ছিল। এ সময় প্রজেন্টের টিনে কে যেন দা,দিয়ে কুপ দেয়। কে জিজ্ঞেস করতেই পিছন থেকে ১০/১২ জনের মুখোশ পড়া লোক এসে তাদের ২জনকে লাটি দিয়ে পিটাতে থাকে। এ সময় আমি শৌর চিৎকার করলে ডাকাতদল সেখান থেকে পালিয়ে যায়। পরে টহল পুলিশ ঘটনাস্থলে আসে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানা এ এস আই নুরুল হাকিম জানান, আমি রাতে টহল দেয়ার সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি তবে জানলাম ২ সিকিউরিটি গার্ড আহত হয়েছে।
পূর্ববর্তী নিবন্ধদুই মেট্রোরেলসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
পরবর্তী নিবন্ধঢাকা কলেজ ছাড়লেন আবরারের ছোট ভাই ফায়াজ