ফটিকছড়িতে হোসেন হত্যার রহস্য উদঘাটন, আটক ৬

আলমগীর নিশান :

ফটিকছড়ির পাইন্দং এ হোসেন হত্যার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন উত্তর পাইন্দং আনকির বাড়ী মৃত মীর আহমদের ছেলে মোঃ ফারুখ (৩৭), মোঃ ইউসুফ (৫৪), মালেকশাহ মসজিদ সংলগ্ন ইলিয়াছের স্ত্রী মিনু আকতার (২৮), মৃত মোফাজ্জল আহমদের ছেলে মোর্শেদ আলম (২৮), মৃত আব্দুস সালামের ছেলে মোঃ রাশেল (২৮) ও উত্তর হাইদছকিয়া মোঃ সেকান্দরের ছেলে এমরান হোসেন (২৮)।

আটককৃত প্রতিবেশীদের সাথে জমিজমার বিরোধে এই হত্যাকান্ড হয় বলে ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী আব্দুল্লাহ আল মাসুম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো জানা যায়, সম্পত্তির বিরোধের জের ধরে ইউছুপ তার অপরাপর সহযোগীদের নিয়ে দীর্ঘদিনের পরিকল্পনা মোতাবেক গত ২৭ শে জানুয়ারী রাত পৌন ১০ টায় ভিকটিম মোঃ হোসেনকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। এই হত্যাকান্ডের ঘটনায় তার বাবা ছালে আহমদ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার মামলা নং-৫, তারিখ ৫/০২/২০২০ ইংরেজী।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার ঘোষ গত ৫ ফেব্রুয়ারী সন্দিদ্ধ মোঃ ফারুখ ও মোঃ ইউছুপকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

সংবাদ সম্মেলনে ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ বাবুল আকতারসহ হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআমেরিকা যাচ্ছেন না সেই ডেইজী
পরবর্তী নিবন্ধঢাকা-১০ আসনে পোস্টার মাইকিংয়ের বিকল্প চায় ইসি