আলমগীর নিশান; ফটিকছড়ি: চট্টগ্রাম :
কোন মতে জোড়াতালি দিয়ে চলছে ফটিকছড়ির স্বাস্থ্যসেবা কার্যক্রম। আয়তনে ফেনী জেলার চেয়ে বড় হলেও এ উপজেলায় সরকারিভাবে স্বাস্থ্য সুবিধা পাচ্ছে ফেনীর তুলনায় চার ভাগের এক ভাগ। যা দিয়ে ফটিকছড়ির স্বাস্থ্যসেবা কার্যক্রম চালানো হচ্ছে কোন রকম জোড়াতালি দিয়ে।
নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আগে ৩১ শয্যার হলেও গত ২০১৬ সালের এপ্রিল মাসে এটি ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। কিন্ত লোকবল, ডাক্তার, নার্স, সরকারি ওষুধ সরবরাহ সবকিছু সেই ৩১ শয্যারই। এ হাসপাতালে আরও ১৯ শয্যা বাড়িয়ে মোট ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাকি ১৯ শয্যার লোকবল বা ডাক্তার এখনো নিয়োগ দেওয়া হয়নি।
প্রায় ৭ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করে বর্তমান সরকার।
গত বছরের ১৯ শে জানুয়ারি স্থানীয় সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী ৫০ শয্যায় উন্নীত হাসপাতালটির উদ্বোধন করলেও অধ্যাবধি বর্ধিত ১৯ শয্যার কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। ফলে বর্ধিত ইউনিটের আসবাবপত্রসহ সকল যন্ত্রপাতি প্রায় নষ্ট হয়ে যাচ্ছে।
এদিকে ৫০ শয্যাতো দুরের কথা বর্তমান ৩২ শয্যার জনবলও কম রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন। এছাড়াও এক্সরে মেশিন, ডায়াথার্মি মেশিন, এ্যানেসথেসিয়া মেশিন, ওটি লাইট নষ্ট থাকায় চিকিৎসাসেবা প্রদান করা অনেকটা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এধিকে হাসপাতালে ঔষুধ পর্যাপ্ত পরিমানে না থাকলেও বছরে প্রায় ৯০ লক্ষ টাকার ঔষুধ সাপ্লাই দেয়া হয়।
এদিকে এ ব্যাপারে উদ্যোগ নিচ্ছে বলে জানিয়ে
ফটিকছড়ি সংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, আগামী মাসে মিটিং দিয়ে হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন পূর্বক দ্রুত বাকী ব্যবস্থা গ্রহন করা হবে।