ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতের ২৮ হাজার টাকা জরিমানা 

আলমগীর নিশান :

ফটিকছড়িতে বিশ্বব্যাপী মরনব্যাধী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

৩ এপ্রিল শুক্রবার দিনব্যাপী পৃথক অভিযানে নেতৃত্ত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম।

অভিযানে বিবিরহাট, নাজিরহাট, নানুপুর, মাইজভান্ডার শরীফ, ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা ইউনিয়নে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাঠ খোলা রাখার অপরাধে ১৭ জনকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন
সেনাবাহিনীর মেজর আমির উল এহসান ও সঙ্গীয় ফোর্স এবং ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রবিউল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি চাকরিজীবীদের তিন মাস ধরে বেতন দেবে সৌদি সরকার
পরবর্তী নিবন্ধপাইন্দং চেয়ারম্যান ও মহিলা মেম্বারের ব্যক্তিগত পক্ষ থেকে ত্রান বিতরন