ফটিকছড়িতে বন্যার্থদের মাঝে সাংসদ নজিবুল বশর ভান্ডারীর ত্রান বিতরন 

আলমগীর নিশান ; ফটিকছড়ি, চট্টগ্রাম :
ফটিকছড়িতে সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ি’র সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
১৭ জুলাই বুধবার উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
তিনি উপজেলার সুন্দরপুর, নাজিরহাট পৌরসভা, সুয়াবিল, সমিতিরহাট ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়া ঝুঁকিপূর্ণ  নাজিরহাট হালদা পুরাতন সেতু, পাঁচপুকুরিয়া হালদার ভাঙ্গা বাঁধসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
এ সময় উপজেলা চেয়াম্যান এইচ এম আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, ফটিকছড়ি থানা অফিসার্স ইনচার্জ বাবুল আকতার, ভুজপুর থানা অফিসার্স ইনচার্জ শেখ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, নাজিরহাট পৌরসভা মেয়র এস এম সিরাজ উদ দৌলা, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, হারুন উর রশিদ ইমন, আব্দুল কাইয়ুম, নাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ জালাল, মীর মোরশেদ, ইঞ্জিনিয়ার এম এ হায়াতসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী নিবন্ধরিফাত হত্যায় মিন্নি জড়িত: তদন্ত কর্মকর্তা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বন্যার্থদের মাঝে মহিলা সাংসদ সনির ত্রান বিতরন