আলমগীর নিশান : ফটিকছড়ি, চট্টগ্রাম :
ধর্ষিত জাতি আজ কলংকিত সমাজ, রুখে দাও ধর্ষন হে অন্ধ সমাজ এই স্লোগানকে সামনে রেখে ফটিকছড়িতে ধর্ষন, ইভটিজিং ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ফটিকছড়ি ছাত্র সমাজ।
২০ জুলাই শনিবার সকাল ১১ টায় মুনিরা কমিউনিটি সেন্টারের সামনে ফটিকছড়ি ছাত্র সমাজের আহবায়ক সাজ্জাদুল আলম সাজ্জাদের সভাপতিত্ত্বে অনুষ্টিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন।
এতে ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ, ফটিকছড়ি স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ ফটিকছড়ির বিভিন্ন স্কুল-মাদ্রাসা শিক্ষার্থী ও সংঘটন মানববন্ধনে একাত্ত্বতা প্রকাশ করেন।
দীর্ঘ আধ কিলোমিটারের এই মানববন্ধনে শত শত ছাত্র-ছাত্রীসহ সর্ব-সাধারন অংশ গ্রহন করেন।
উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক রায়হান রুপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মাঈনুল করিম সাউকি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল উদ্দীন, কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক সাদেক আলী সিকদার শুভ, পৌর ছাত্রলীগ সভাপতি আবু সোয়াইব, সম্পাদক আফাজ উদ্দীন তুহিন, ছাত্র সমাজের যুগ্ন আহবায়ক সাইফুদ্দীন, মোস্তাফিজ ববি, আবু শোয়াইব, রাহাত হোসেন, মেজবাহ উদ্দীন ও জিকু।
মানববন্ধনে বক্তারা বলেন, ফটিকছড়িতে হঠাৎ করেই নারী ও শিশুদের উপর যৌন নির্যাতন, ইভটিজিং বেড়ে গেছে। শিশু ধর্ষনকারীকে ফাঁসি কার্যকর করাসহ সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান তারা।