ফটিকছড়িতে চেক ও প্রতারনার মামলায় মুক্তিযোদ্ধা লোকমান হোসেন গ্রেপ্তার

আলমগীর নিশান : ফটিকছড়ি, চট্টগ্রাম ;
গ্রেপ্তারী ও সাজা পরোয়ানার পৃথক ২টি মামলায় লোকমান হোসেন নামে ফটিকছড়ির এক মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
১৪ সেপ্টেম্বর রবিবার বিকাল ৫টায় পাহাড়তলী থানা পুলিশের সহযোগিতায় উক্ত থানাধীন সরাইপাড়া বাসা থেকে ফটিকছড়ি থানার এ এস আই নুরুল হাকিমের নেতৃত্ত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত লোকমান হোসেন লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের দিঘীরপাড় নানাগাজী বাড়ীর মৃত আহমদ হোসেনের পুত্র।
জানা যায়, অভিযুক্ত আসামী পাইন্দং ইউনিয়নের কৃতি সন্তান মানবাধিকার সংগঠক চট্টগ্রাম গোলপাহাড়স্থ আবাসিকের বাসিন্দা আহমদ রহিম চৌধুরীর কাছ থেকে ব্যবসার জন্য ১১ লক্ষ ৪৫ হাজার টাকা ও লেলাং ইউনিয়নের আলমগীর তালুকদারের কাছ থেকে প্লট কিনে দেয়ার নামে ৩২ লক্ষ টাকা নেয়। পরে অভিযুক্ত লোকমান হোসেন প্রতিশ্রুতি ভঙ্গ করে দু,জনের সাথে প্রতারনার আশ্রয় নিলে পাওনাদাররা তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। তার মধ্যে চেকের মামলায় তার ৬ মাসের সাজা ও সমপরিমান টাকা জরিমানা করে আদালত।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার বলেন, প্রতারনা ও ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী লোকমান হোসেনকে গ্রেপ্তার করে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হয়েছে।
পূর্ববর্তী নিবন্ধরাঙ্গামাটিতে দুই জেএসএস কর্মীকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধপ্রেমিকের মৃত্যুর খবরে গলায় ফাঁস দিলো প্রেমিকা