ফটিকছড়িতে অস্ত্র,গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার 

আলমগীর নিশান :

ফটিকছড়িতে অস্ত্র,গুলিসহ ৩ অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শ্যুটার গান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে করে র‍্যাব।

১৭ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৫টায় উপজেলার উত্তর রোসাংগিরী এলাকার ফারুক চেয়ারম্যান ঘাটায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তর রোসাংগিরী কাবিলার বাড়ির মৃত আবদুস শুক্কুরের ছেলে মোঃ জাফর প্রকাশ টেক্সি জাফর (৪০), খিরাম প্রেমপুর কাশেম বাপের বাড়ির মোহাম্মদ আলমের ছেলে মোঃ লোকমান (৩৬) ও উত্তর রোসাংগিরী ফরিদ মাস্টারের বাড়ির মোঃ ইউনুসের ছেলে মোঃ মোজাহার (৩৪)।

এদের মধ্যে মোঃ জাফর প্রকাশ টেক্সি জাফর ২টি হত্যা ও ১টি অস্ত্র মামলার আসামী। একটি হত্যা মামলায় ইতোমধ্যে সে বিচারে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামী, বাকি মামলাগুলো বিচারাধীন আছে।

র‍্যাব-৭ এর এ এস পি কাজী মোঃ তারেক আজিজ মুটোফোনে জানান, উত্তর রোসাঙ্গীরি এলাকায় অস্ত্র বেচা-কেনা হচ্ছে এই ধরনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের ফটিকছড়ি থানা সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছাতকে মরমী কবি গিয়াস উদ্দিন আহমদ স্মরণে লোক উৎসব উদযাপন
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার বিরুদ্ধে, সাঈদির পক্ষে কথা বললে মামলা, গ্রেপ্তার: এমপি ভান্ডারী