প্লেবয় মডেলকে অর্থ পরিশোধে ট্রাম্পের যোগসাজশ ছিল

পপুলার২৪নিউজ ডেস্ক :

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নারীদের মুখ বন্ধ রাখতে অর্থ পরিশোধের ঘটনায় মাইকেল কোহেনের ভূমিকার কারণে তার বিরুদ্ধে ৮০ পাতার একটি অভিযোগপত্র তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা।

শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালির এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এসব অর্থ পরিশোধের ক্ষেত্রে ট্রাম্পের যোগসাজশ ছিল।

গত আগস্টে দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছিলেন মাইকেল কোহেন। আদালতে তিনি যা বলেছেন, নতুন এ প্রতিবেদনে তার সঙ্গে আরও বিস্তারিত যোগ করা হয়েছে।

আদালতে তিনি বলেছেন, ট্রাম্পের সহযোগিতায় তিনি এসব অর্থ দিয়েছিলেন।

প্লেবয় মডেল কারেন ম্যাকডুগাল ও প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত চলচ্চিত্রের অভিনেত্রী স্টেফানি ক্লিফোর্ডকে অর্থ পরিশোধের প্রতিটি পদক্ষেপে জড়িত ছিলেন ডোনাল্ড ট্রাম্প অথবা তিনি এ ব্যাপারে তাকে নির্দেশনা দিয়েছিলেন।

ট্রাম্পের সঙ্গে তাদের বিবাহবহির্ভূত সম্পর্ক যাতে প্রকাশ পেয়ে না যায়, সেজন্য মুখ বন্ধ রাখতেই এসব অর্থ তাদের শোধ করা হয়েছিল। এ ক্ষেত্রে ট্রাম্পের সম্পৃক্ততা নিয়ে তথ্য জড়ো করেছে ম্যানহাটনে মার্কিন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

এই অর্থ পরিশোধে নির্বাচনী প্রচারের অর্থ লেনদেনের আইন লঙ্ঘন হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনবেন মাশরাফি
পরবর্তী নিবন্ধরাজধানীর আদাবরে দুই গ্রেুপের সংঘর্ষে কিশোরের মৃত্যু