প্রেস ক্লাবের সামনে মুখোমুখি পুলিশ-আউটসোর্সিং কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘণ্টা যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা বন্ধ করে অবস্থান করছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ বারবার অনুরোধ করলেও অবস্থান থেকে এক চুলও নড়েননি আউটসোর্সিং কর্মীরা। ফলে এখন পুলিশ ও আউটসোর্সিং কর্মীরা মুখোমুখি অবস্থান করছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এমন পরিস্থিতি বিরাজমান ছিল।

এদিকে শতাধিক সদস্যসহ দুটি জলকামান নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ। বিপরীতে পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী অবস্থান করছেন।

ঘটনাস্থলে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব।

এসময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে আজ আমরা জীবন দেব, তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না।

ঘটনাস্থলে ডিএমপির রমনা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

শনিবার বিকেল ৩টার পর চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে। ফলে ওই পথে যানবাহনের চাপ বেড়েছে।

আউটসোর্সিং কর্মীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএনআইডি জালিয়াতি: ছয় কর্মচারীকে বরখাস্ত করল ইসি
পরবর্তী নিবন্ধস্টিভ ওয়াহর চোখে চ্যাম্পিয়ন্স ট্রফির চার সেমিফাইনালিস্ট কারা