নিজস্ব প্রতিবেদক:
জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল।
খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদে শনিবার (২৮ মে) সকালে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। যুবদলের এই বিক্ষোভকে কেন্দ্র করে সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে যুবদলের বিক্ষোভের কারণে প্রেস ক্লাব এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এসময় অনেকে পথচারীকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।
পথচারী আব্দুর রহমান বলেন, প্রতিদিনই কোনো না কোনো সংগঠন রাস্তা বন্ধ করে প্রোগ্রাম করে। যার কারণে সড়কে গাড়ি চলতে পারে না। আসলে কেউ সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে না।
তিনি বলেন, সরকারে উচিত রাজনৈতিক দলগুলোকে একটি নিদিষ্ট এলাকা নির্ধারণ করে দেওয়া। সেখানেই তারা এসব কর্মসূচি পালন করবে।
যুবদল নেতারা বলেন, সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।