পেয়ার কিয়া তো ডরনা কিয়া যাব পেয়ার কিয়া তো ডরনা কিয়া। চলছে এই গান আর সাথে চলছে নাচ। আসলে দেখে মনে হবে কোন অনুষ্ঠান চলছে। আসলে তেমন কিছুই নয়। প্রেম বিচ্ছেদের কারণেই প্রেমিকের বাড়ির সামনে চলছে প্রেমিকার ডিজে পার্টি।
এমনটিই দেখা গেছে ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও জেলার পতৌদি শহরে।
তরুণীর এমন কাণ্ড দেখে হতবাক সবাই। তার এই কাজের সমালোচনা করবে নাকি তাকে সমবেদনা জানাবে তা নিয়ে দ্বিধায় পড়ে গেছে সকলে।
বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে এক অভিনব পরিকল্পনা করেন তিনি। নিজের দুঃখ কমাতে ডিজে ভাড়া করে প্রেমিকার বাড়ির সামনে মাতাল হয়ে নাচতে থাকেন ওই তরুণী। একদিকে চলছে হিন্দি সিনেমার একের পর এক বিরহের গান আর রাস্তার মাঝে নাচছেন ওই তরুণী।
আচমকা ওই তরুণীকে নাচতে দেখে হতবাক পথচারীদের অনেকেই। আরও দেখা যাচ্ছে, তরুণীর এক বন্ধু তাঁকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু কে শোনে কার কথা। অনবরত নেচেই চলেছেন ওই তরুণী। কিছুটা দূরে পুলিশ থাকলেও তরুণীকে বাধা দেয়নি তারা।
তবে তরুণীর এই কাণ্ডে প্রেমিকার মন গলেছে কিনা তা জানা যায়নি।