প্রেম করে বিয়ের কয়েকদিন পরই আত্মহত্যার চেষ্টা অভিনেত্রীর

নিজস্ব ডেস্ক:

দক্ষিণী ছবির কন্নড় অভিনেত্রী চৈত্র কতুর ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

পুলিশ সূত্রের বরাতে আনন্দাবাজার পত্রিকা জানিয়েছে, মাত্র কয়েক দিন আগেই ‘বিগ বস’-এর সাবেক প্রতিযোগী চৈত্র কতুর তার দাম্পত্য জীবন শুরু করেন। কিন্তু স্বামীর সঙ্গে সমস্যার ফলে আত্মহত্যার চেষ্টা করেন।

কর্নাটকের কোলারে থাকেন চৈত্র। তার স্বামী নাগার্জুনা পেশায় একজন ব্যবসায়ী। গণপতি মন্দিরে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়েছিল তাদের। বিয়ের আগে বেশ কিছু বছর প্রেমের সম্পর্কে ছিলেন চৈত্র ও নাগার্জুনা।

কিন্তু বিয়ের পর জানা যায়, নাগার্জুনা বিয়ে করতে চাননি। চাপে পড়ে বিয়ে করতে হয়েছিল তাকে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, বিয়েতে সম্মতি ছিল না নাগার্জুনার পরিবারের। বৃহস্পতিবার ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন চৈত্র। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আপাতত তার অবস্থা স্থিতিশীল।

পূর্ববর্তী নিবন্ধসোনারগাঁয়ের ঘটনায় আরও তিন মামলা
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে নির্বাচনে ভোট দিতে এসে লাশ হলো কিশোর