বিনোদন ডেস্ক:
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা গেছে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত এবং তার স্ত্রী অভিনেত্রী বরখা বিশতের ১৩ বছরের বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরেছে। বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউ। যদিও এবার এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইন্দ্রনীল।
তিনি এই গুঞ্জন অস্বীকার করেছেন। কলকাতার এক নারীর সঙ্গে তার সম্পর্কের কারণে স্ত্রী বরখা বিশতের সঙ্গে বিয়ে ভাঙনের পথে- এমন খবরকে গুজব বলে দাবি করেন ইন্দ্রনীল। পাশাপাশি তিনি এটাও জানান, তিনি এবং তার স্ত্রী ‘একসঙ্গে’ আছেন।
ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা বিশত ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের ঘরে ৯ বছরের এক কন্যাসন্তান রয়েছে।
ভারতের শীর্ষস্থানীয় একটি দৈনিকের সঙ্গে কথা বলার সময় ইন্দ্রনীল দাবি করেছেন, ‘বরখা আর আমার বৈবাহিক জীবন নিয়ে এরকম গুজব আমারও কানে এসেছিল। আমি জানতাম মিডিয়া এটা নিয়ে ঠিক খবর করবে। কিন্তু এটা পুরোপুরি ভুল।’
তারা আলাদা রয়েছেন কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘না, আমি আর বরখা একসঙ্গেই আছি।’
কলকাতার নারীর সঙ্গে সম্পর্কের কথা তুলে তাকে প্রশ্ন করা হলে ইন্দ্রনীল বলেন, ‘হ্যাঁ, এই খবর আমিও শুনেছি। কিন্তু সেটা হতে গেলে তো আমাকে কলকাতা যেতে হবে, তাই না? আমি শেষ ফেব্রুয়ারি মাসে কলকাতা গিয়েছি।’ পাশাপাশি তিনি এটাও জানান, তিনি এবং তার স্ত্রী ‘একসঙ্গে’ আছেন।
জনপ্রিয় রিয়ালিটি শো ‘নাচ বালিয়ে ৫’-এও অংশগ্রহণ করেছিলেন ইন্দ্রনীল ও বরখা।
বনু ম্যায় তেরি দুলহন, জামাই রাজা এবং নিমকি মুখিয়া প্রভৃতি ধারাবাহিক ছাড়াও ইন্দ্রনীল কহানি এবং ক্যালেন্ডার গার্লসের মতো চলচ্চিত্রের জন্য পরিচিত।
অন্যদিকে বরখা ইতোমধ্যে, কিতনি মস্ত হ্যায় জিন্দগি, ডোলি সাজা কে এবং নামকরণের মতো জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন।