‘প্রেমে পড়লে খুব ব্যথা লাগে, আমি এভাবেই প্রেমে পড়ি’

বিনোদন ডেস্ক:

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। তিনি ‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই’, এই গানটি গেয়েছিলেন। এদিকে ভালোবাসা দিবসে নতুন করে প্রেমে পড়েছেন কবীর সুমন। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে, ‘প্রেমে পড়লে খুব ব্যথা লাগে। আমি এভাবেই প্রেমে পড়ি।’

প্রতিবেদনে বলা হয়, সকাল হতেই কবীরের বাড়িতে পৌঁছেছেন তার প্রেমিকা। কবীরের ভাষ্য, ‘আমি লাউড স্পিকারে কলটা দিচ্ছি। যে মানুষটিকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, তিনি সামনেই বসে আছেন। আমাদের সব কথা শুনছেন।’

কিংবদন্তি সংগীতশিল্পীর ভাষ্য, ‘এখন তো ঠিক মতো হাঁটতে পারি না। আমাকে ধরে ধরে নিয়ে যান একজন। তাতে কি ভালো লাগা কমে যাবে, ভালোবাসা কমে যাবে তা কি কখনো হয়? হ্যাঁ, আমি প্রেম করছি।’

এরপর বলেন, ‘আমার প্রেম আসে ঝড়ের মতো, আমি ভেসে যাই। এই ভেসে যাওয়াতেই তো বেঁচে থাকা খুব ভালো আছি। এই অনুভূতি আমাকে বয়ে নিয়ে যাচ্ছে। তার বয়স (প্রেমিকার) ৫০ বছর কিন্তু বয়সের এই ব্যবধান আমার ভালোবাসার পথের কাঁটা হয়নি কোনোদিন। আমি কেবল একটা কথাই জানি, ভালোবাসাই চিরন্তন।’

প্রসঙ্গত, কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন। তার স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা পনেরো। সংগীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি গদ্যরচনা ও অভিনয়ের ক্ষেত্রেও তিনি স্বকীয় প্রতিভার সাক্ষর রেখেছেন। তিনি একাধিক প্রবন্ধ, উপন্যাস ও ছোটোগল্পের রচয়িতা।

পূর্ববর্তী নিবন্ধরণবীরকে নিয়ে বিতর্কের মাঝেই কপিলের মন্তব্য ভাইরাল
পরবর্তী নিবন্ধদুর্ঘটনায় আহত সংগীতশিল্পী, বাতিল কনসার্ট