পপুলার২৪নিউজ ডেস্ক:
ক্যাজুয়াল, কমফর্টেবল এবং সেক্সি। আর অবশ্যই দুর্দান্ত ফ্যাশনেবল। বিকিনিতে প্রিয়াঙ্কা চোপড়ার ছবি দেখেই এমন্তব্য করতেই হয়। ‘বেওয়াচ’এ বিকিনি না পরলেও মিয়ামির সমুদ্র সৈকতে বিকিনি পরিহিতা প্রিয়াঙ্কার ছবিই ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়।
মডেল বান্ধবী আদ্রিয়ানা লিমা-কে সঙ্গে নিয়ে মিয়ামির সমুদ্র সৈকতে সময় কাটাতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। দুই সুন্দরীই বিকিনি পরে রোদ্দুরের রোম্যান্স উপভোগ করছিলেন। আর সেই ছবিই রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
‘বেওয়াচ’ ছবির প্রোমোশনে আপাতত মিয়ামিতে রয়েছেন প্রিয়াঙ্কা। হলিউডে এটি তাঁর প্রথম ছবি। তবে ইতিমধ্যেই দ্বিতীয় ছবি সই করে ফেলেছেন তিনি। পরবর্তী ‘আ কিড লাইক জেক’ ছবিতে দেখা যাবে বলিউডের ‘দেশি গার্ল’কে।