প্রিসাইডিং অফিসারদের সহায়তা করতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, সব প্রার্থীকে সমান চোখে দেখা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব। কাজেই তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তা বিধান করতে হবে। তাদের পরিচালনা নয়, সহায়তা করতে হবে।

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ওই ব্রিফিংয়ে নুরুল হুদা বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তাৎক্ষণিকভাবে অনেক সিদ্ধান্ত নিতে হবে। এ কারণে তাদের নির্বাচনের আচরণবিধি, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি পড়তে হবে।

পূর্ববর্তী নিবন্ধনৌকার টিকিট পেলেন না যারা
পরবর্তী নিবন্ধমহাজোটের আসন বণ্টন নিয়ে যা বললেন ওবায়দুল কাদের