পপুলার২৪নিউজ ডেস্ক:
আবাহনী-মোহামেডান দ্বৈরথ আবেদন হারিয়েছে ঠিকই, কিন্তু এটিকে ‘আর দশটা খেলা’র সঙ্গে মেলানো যাবে না তবু। দেশের সবচেয়ে জনপ্রিয় দুই ক্লাব, তাদের ঐতিহ্য আর প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ মিলিয়ে এখনো আলাদা আবেদন ছড়ায়। ফুটবল কিংবা ক্রিকেট আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই খেলোয়াড়দের স্নায়ুর চাপ, বাড়তি উত্তেজনা। এই ম্যাচে কেউ যে কারও কাছে হারতে চায় না। জয়ের আনন্দটা সব সময়ই অন্য রকম আবেদন ছড়ায়, অন্য যেকোনো ম্যাচে হারের চেয়ে এই ম্যাচে হার যেন অনেক বেশি কষ্ট দেয় দুই দলের খেলোয়াড়দের।
ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গে ১০৩ রানে জুটি গড়েছিলেন লিটন। সাদমান ফেরেন ২৮ রানে। তাইজুলের বলে রকিবুলের হাতে ক্যাচ দেন তিনি। সাদমানের পর উইকেটে এসে লিটনকে দারুণ সঙ্গ দিয়েছেন নাজমুল হোসেন। তাঁদের জুটিটা ১০৯ রানের। নাজমুল অপরাজিত ৫০ রানে। দুটি শতরানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে চলেছে আবাহনী।