স্পোর্টস ডেস্ক
সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে ম্যানচেস্টার সিটিতে আর থাকবেন না। চলতি মৌসুম শেষ হলেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবকে বিদায় নেবেন কেভিন ডি ব্রুইনা। যার মাধ্যমে শেষ হবে ইতিহাদে তার ১০ বছরের লম্বা ক্যারিয়ার।
পরবর্তী মৌসুমে কোথায় দেখা যাবে বেলজিয়ান ৩৩ বছর বয়সী তারকাকে, তা নিয়েই ফুটবলপ্রেমীদের যত আলোচনা। কেউ কেউ ভাবছেন, ইংল্যান্ড থেকেই সরে যাবেন ডি ব্রুইনা। এছাড়া সম্প্রতি গুঞ্জন উঠেছে, বেলজিয়ান মিডফিল্ডারের সঙ্গে আলোচনা করতে চাইছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিও।
ডি ব্রুইনা কি আসলেই প্রিমিয়ার লিগ থেকে সরে যাবেন, ফুটবলভক্তদের কৌতূহল মেটাতে বেলজিয়ান তারকাকে প্রশ্নটি করেন নরওয়েজিয়ান সাংবাদিক জ্যঁ অ্যাগে ফিয়োরটোফ।
উত্তরে প্রিমিয়ার লিগে থাকার সম্ভাবনাকে উড়িয়ে দেননি ডি ব্রুইনা। ফিয়োরটোফকে এক সাক্ষাৎকারে ডি ব্রুইনা বলেন, ‘আমি জানি না। সত্যি বলতে আমি জানি না। চলে যাওয়ার সিদ্ধান্তটা খুব বেশিদিন আগের নয়। ফুটবল জগতে এক সপ্তাহের মধ্যে কিছুই চূড়ান্ত হয় না। সিদ্ধান্ত নেওয়ার পর এখনও আমার পরিবারের সঙ্গে দেখা করিনি। আমাকে তাদের সঙ্গে কথা বলতে হবে, তারপর দেখি কোন দল আমাকে চায়। তাই আমি জানি না। আমার কোনো ধারণা নেই।’
ভালো প্রস্তাব পেলে যেকোনো দলেই যোগ দিতে প্রস্তুত ডি ব্রুইনা। চ্যালেঞ্জ নিয়েই নিজের বয়সকে জয় করতে চান।
ডি ব্রুইনা বলেন, ‘সবসময়ই একটা চ্যালেঞ্জ থাকে। আমি জানি না পরের মৌসুমে কী হবে। যদি কোনো দল আসে এবং আমাকে একটি ভালো স্পোর্টস প্রজেক্টের কথা বোঝাতে পারে… আমি জানি, আমি আর ততটা তরুণ নই। তবুও আমি মনে করি, আমি এখনও সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারি। জানি না কোন কোন দল আগ্রহী বা তারা কী করতে চায়। যেই প্রজেক্টই আসুক না কেন—আমি শুনতে রাজি। আমি ফুটবলকে ভালোবাসি—আমি খেলতে ভালোবাসি এবং যদি কোনো ভালো প্রজেক্ট আসে এবং আমার পরিবারও সেটাতে স্বাচ্ছন্দ্যবোধ করে, তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো।’
ম্যানসিটিতে ১০ মৌসুমে ৬টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুইবার পেশাদার ফুটবলারস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার (পিএফএ) জিতেছেন ডি ব্রুইনা।