প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বুধবার (৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় নির্বাচন কমিশনের ২ নম্বর বুথে (রাজশাহী অঞ্চলে) এ আপিল আবেদন জমা দেন।

রাজনৈতিক দলের মনোনীত হয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা এবং যথাযথভাবে পূরণ না করায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

আপিল আবেদন জমা দেওয়ার আগে হিরো আলম বলেন, এবার যে ছোট খাটো ভুল তাতে আমি মনে করি কমিশন থেকে আমার মনোনয়ন ফেরত পাবো।

কমিশন থেকে ফেরত না পেলে কী করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলে, আপানার জানেন প্রতিবার কমিশন থেকে বাতিলের পর তা হাইকোর্ট থেকে ফেরত পেয়েছি। এবারও তাই করবো।

নির্বাচনে কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন-এ বিষয়ে তিনি বলেন, আমি সব সময় চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি। এবারও যাবো।

চলতি বছরের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনেও অংশ নিয়ে পরাজিত হন হিরো আলম। এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। যদিও পরে ‘অনিয়মের অভিযোগ তুলে’ নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমানবাধিকার দিবসে বিশৃঙ্খলা করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস অবহিতকরণ সভা