নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত ‘মার্চ ফর ডিগনিটি’ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষকরা রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা সাড়ে ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।
দুপুর ১টার দিকে অধিদপ্তরের প্রধান ফটকের সামনে সহস্রাধিক সহকারী শিক্ষককে অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই’ ‘দশম গ্রেড দিতে হবে, দিয়ে দাও’, ‘প্রতারণার ১২তম গ্রেড, মানি না মানবো না’, ‘১২ নিয়ে খেলিস না, ক্লাস কিন্তু হবে না’, ‘শিক্ষক কেন তৃতীয় শ্রেণি, জবাব চাই জবাব চাই’ স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনের নেতৃত্বে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মু. মাহবুবর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দশম গ্রেডের দাবি জানিয়ে আসছি। এ দাবি আমাদের সহকারী শিক্ষকদের প্রাণের দাবি। এর আগে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছিলাম। সেদিন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু হয়েছিল। পরে শিক্ষকদের প্রতিনিধিদের ডেকে নিয়ে আশ্বাস দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, এরপর গত ৯ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) আমাদের আশ্বস্ত করেছিলেন যে, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিটি বাস্তবায়নে তারা নিজের কাঁধে নিয়েছেন। সেজন্য আমরা ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মার্চ ফর ডিগনিটি কর্মসূচি স্থগিত করেছিলাম।
‘সম্প্রতি প্রাথমিক শিক্ষা সংস্কারে গঠিত পরামর্শক কমিটি যে সুপারিশ করেছে, সেটাও আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের একমাত্র দাবি হলো দশম গ্রেড বাস্তবায়ন। এ দাবি পূরণ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’