প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ ২৫ মার্চ

রাজু আনোয়ার: ১৯৭১ সালের ২৫ মার্চ রাত ১১টা ৩০ মিনিটে ট্যাঙ্ক এবং সৈন্যভর্তি ট্রাকগুলো ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসে । জিরো আওয়ার বা আঘাত হানার সময় ছিল রাত ১টা । শুরু হয়ে যায় ‘অপারেশন সার্চলাইট’ ।২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ঢাকায় অজস্র সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ ও ই.পি.আর.-কে হত্যা করে এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাপ্রাপ্ত দল আওয়ামী লীগ প্রধান বাঙালিদের তৎকালীন জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে।
১৯৭১ সালের ২৫ মার্চের সেই ভয়াল কালরাতকে স্মরণ করে প্রতি বছরের মতো এবারও দেশের অন্যতম নাট্য সংগঠন প্রাচ্যনাট আয়োজন করতে যাচ্ছে ‘লালযাত্রা’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে আগামী ২৫ মার্চ বিকাল সাড়ে ৫টায় একটি ইম্প্রোভাইজেশনের মধ্য দিয়ে প্রাচ্যনাট সবান্ধব হেঁটে যাবে স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত।
এ সময় সবার মুখে মুখে থাকবে ‘ধনধান্য পুষ্প ভরা’সহ বেশ ক’টি দেশের গান। স্মৃতি চিরন্তন চত্বরে সকল শহীদদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে শেষ হবে এই ‘লালযাত্রা’। এবারের আয়োজনের মূল ভাবনা রাহুল আনন্দ’র।
গত নয় বছর ধরে নিয়মিতভাবে ‘লালযাত্রা’র মাধ্যমে শহীদদের স্মরণ করছে প্রাচ্যনাট । অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে প্রাচ্যনাট সূত্রে জানা গেছে।
রাহুল আনন্দ বলেন, ‘২৫ মার্চ ভয়াল কালরাতের শহীদের তাজা রক্তে ভিজে রাঙা হলো পলাশ, শিমুল- হরেক রঙের ফুল। দীর্ঘ কালরাত্রির প্রাক্কালে আমাদের পূর্বপুরুষের লাল রক্তের পথ ধরে- স্বাধীন আমরা হেঁটে চলি ঐক্যের বন্ধনে, লালযাত্রায়…।’

 

 

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধ ও প্রেমের গল্প নিয়ে শবনম ফারিয়া
পরবর্তী নিবন্ধওয়াসিম হত্যার প্রতিবাদে উত্তাল সিকৃবি, শিক্ষার্থীদের সড়ক অবরোধ