স্পোর্টস ডেস্ক
১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের আগে দেশটির প্রিমিয়ার লিগের ক্লাব টিফি আর্মি এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগটা কাজে লাগানোর কথা বলেছিলেন জামাল ভূঁইয়ারা। এ ম্যাচটি জিতে নিজেদের মনোবল বাড়িয়ে নেওয়ার সেই কাজটা ভালোভাবেই করেছেন তারা।
সোমবার নমপেনে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে স্থানীয় প্রিমিয়ার লিগের ক্লাবটিকে। ম্যাচের একমাত্র গোলটি হয়েছে প্রথমার্ধে।
১২ মিনিটে সোহেল রানার গোলে লিড নেয় বাংলাদেশ এবং বাকি সময় ওই লিড ধরে রেখে মনোবল বাড়িয়ে নেওয়া জয় নিয়েই মাঠ ছাড়ে ক্যাবরেরার শিষ্যরা।
১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে পরের দিন বাংলাদেশ উড়াল দেবে বেঙ্গালুরুর পথে। ২১ জুন ভারতের এই শহরে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ সাফে খেলবে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষে লেবানন, মালদ্বীপ ও ভুটান।
‘এ’ গ্রুপের দলগুলো হচ্ছে-ভারত, কুয়েত, নেপাল ও পাকিস্তান।