প্রশিক্ষিত যুবকরাই এ দেশের চালিকা শক্তি: এমপি মানিক

সুনামগঞ্জ প্রতিনিধি : ছাতক উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ছাতকে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, প্রশিক্ষিত যুবকরাই এ দেশের চালিকা শক্তি। স্বাধীনতা  সংগ্রামে ও দেশের যুবকদের অনেক অবদান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যুব শক্তিকে স্বাবলম্বী করে কাজে লাগানোর জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ দেশকে এগিয়ে নিতে দেশের যুবক -যুবতীদের কাজে লাগাতে হবে। ছাতকে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। এখানে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম প্রশংসনীয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রহমানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপার ভাইজার আসাদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস। বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত উপকার ভোগী সাদিকুর রহমান, মাও. হাবিবুর রহমান, আল আমিন, আলমগীর হোসেন, তানজিনা আক্তার সাদিয়া প্রমুখ। সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত ১০জন যুবক-যুবতীদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।  এর আগে জাতীয়  যুব দিবস উপলক্ষে এক র‍্যালী অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধফেব্রুয়ারিতে সিঅ্যান্ডএ’র উৎপাদন শুরুর আশা: এমডি আজিমুল ইসলাম
পরবর্তী নিবন্ধছাতক পৌরসভার কাউন্সিলর কাকলী বরখাস্ত