প্রয়োজনীয় সংস্কার না হলে দায় রাজনীতিবিদদেরও নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রয়োজনীয় সংস্কার করা না গেলে এর দায় রাজনীতিবিদদেরও নিতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের দশম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ভাতা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি করা হবে। এজন্য যতটুকু সময় লাগবে সেটুকু সময় দিতেই হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

সংস্কারের জন্য কতটুকু সময় লাগবে- জানতে চাইলে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আমাদের প্রধান উপদেষ্টা আপনাদের খুবই সুন্দরভাবে এটা বলেছেন। তার থেকে ভালো করে বলার ক্ষমতা আমার নেই। সেটা হলো- আপনারা সবাই জানেন কীসের ওপর দাঁড়িয়ে আমরা এখানে এসেছি।

‘আপনারা জানেন দেশটা একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে আলোর দিকে ধাবিত হচ্ছে। সেই জায়গাটায় সমাজে যারা আছেন তারা যদি ধৈর্য ধরে একসঙ্গে মিলে সংস্কারের পথটা তৈরি না করি, তাহলে এটির ভিত্তিতে যা-ই করি না কেন, নির্বাচনই করি বা সংস্কারই করি, সবই কিন্তু অসম্পন্ন থেকে যাবে।’

তিনি বলেন, যুক্তির জায়গা থেকে, বিজ্ঞানের জায়গা থেকে একটা ন্যূনতম সময়সীমা লাগে, নইলে এটা করা যায় না। সেই জায়গাটি থেকে এই সময়টুকু সরকারকে দিতে হবে। সেটা যদি দেওয়া যায় আমি মনে করি তাহলে খুবই প্রয়োজনীয় কিছু সংস্কার হবে। আর যদি না দেওয়া যায় সেটা রাজনৈতিক কারণে, সেটার দায় রাজনীতিবিদ যারা আছেন তাদের নিতে হবে এবং আমাদেরকেও নিতে হবে।

‘কারণ সংস্কার তো হবে না, আর সংস্কার না হলে আমরা কোন তিমিরে থাকবো সেটা আপনারা ভাবুন’- যোগ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসোনার ভরি দেড় লাখ ছাড়াল
পরবর্তী নিবন্ধ৪ জেলার এসপিকে ঢাকায় আসার নির্দেশ