প্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন এমডি হলেন মজিবর রহমান

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মজিবর রহমান। এর আগে তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ সচিব মীনাক্ষী বর্মন সই করা চিঠিতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি প্রদানপূর্বক পদায়ন করা হলো। মো. মজিবুর রহমান সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ২ নভেম্বর, ২০২১ এ যোগদান করেন। এর আগে, তিনি রূপালী ব্যাংক লিমিটেডে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে নিয়োগ পান এবং ১৯৯৮ সালে রূপালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। মো. মজিবুর রহমান ২৩ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। মো. মজিবর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স ও ১৯৯৫ সালে কৃষি অর্থনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মজিবর রহমান দেশ ও বিদেশে ব্যাংকিংবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন। তিনি ভুটান, ভারত, থাইল্যান্ড, সৌদি আরব, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। ১৯৬৯ সালে ময়মনসিংহ সদর উপজেলার হাসাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধনতুন এমডি পেল রাকাব ও হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লিজ ট্রাস