প্রবাসীদের দেশে ফেরার আহ্বান পরিকল্পনামন্ত্রীর

 


সাইদ রিপন: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রবাসীদের আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রকৌশলী, চিকিৎসকরা মাতৃভূমিতে ফিরে দেশ গঠনে কাজ করতে পারে। শনিবার (২ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি: ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০১৭’ শীর্ষক এক অনুষ্ঠানে এ আহ্বান জানান মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিদেশে বাংলাদেশি উচ্চশিক্ষিত প্রকৌশলীরা আছেন। বিদেশে চিকিৎসক ভাই-বোনেরা আছেন। অন্যান্য পেশারও আছেন। আশা করছি, পর্যায়ক্রমে সেসব পেশার ব্যক্তিরাও নিজের মাতৃভূমিতে ফিরে আসবেন। কীভাবে তারা (দেশের উন্নয়নে) অংশ নিতে পারবেন, চিন্তা-ভাবনা করবেন। এখানে কোনো জোর-জবরদস্তি নেই। আমরা প্রস্তুত আছি, আপনারা আসুন। আমাদের শেখ হাসিনা সরকার বলেছে, এসো, এসো আমাদের ঘরে এসো। আমাদের ঘরে প্রথমে আপনারাই আসবেন।’

তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়াতে হবে। দেশে লাখ লাখ মানুষ, যারা ব্যবসা করেন, শিল্পকারখানা করছেন, তারা যে বিনিয়োগ করবেন, সেটাই আমাদের শ্রেষ্ঠ বিনিয়োগ। আমাদের প্রধানমন্ত্রীও তাই মনে করেন, আমিও তাই মনে করি। কারণ পুরোপুরি দেশজ হোক। এটাই স্বাভাবিক। তো, যাই স্বাভাবিক তাই সুন্দর।’

দেশের অভ্যন্তরের পর প্রবাসী বাংলাদেশিদের বিনিযোগ প্রয়োজন উল্লেখ করে এম এ মান্নান বলেন, ‘এরপরে বহির্বিশ্বে আমাদের যারা ভাই-বোন আছেন, তাদের বিনিয়োগ আশা করব। এবং অন্য যারা আসতে চান, তারাও এখানে আসবেন। নানাভাবে আমাদের আয়োজন হচ্ছে, আপনাদের জীবনকে সহজ-সরল করা।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের নেতৃত্বে কেমিক্যাল গোডাউনে উচ্ছেদ অভিযান শুরু
পরবর্তী নিবন্ধসরকার পিছিয়ে পড়া নারীদের অধিকার নিশ্চিত করতে আইন করেছে: আইনমন্ত্রী