প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে ভোটার করা হবে : সিইসি

পপুলার২৪নিউজ ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, প্রবাসী কেউ দেশে এসে ভোটার হতে চাইলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করে জাতীয় পরিচয়পত্র দেয়ার বিশেষ ব্যবস্থা নেয়া হবে।

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কে এম নূরুল হুদা একথা বলেন।

সিইসি বলেন, ‘যারা বিদেশে থাকেন তারা যদি দেশে আসেন, ভোটার হতে চান, তাদেরকে প্রাধান্য দিয়ে দেশে থাকতে থাকতে তাদের হাতে যাতে এনআইডি কার্ড তুলে দেয়া যায় তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হবে। ’

কে এম নূরুল হুদা বলেন, ‘আমরা নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই। সে কারণেই আমরা সংলাপ শুরু করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে। আশা করি, সব দল নির্বাচনে অংশ গ্রহণ করবে। ’

অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সেনা মোতায়েনের বিষয়টি এখনো বলতে পারছি না। যদি দেখি সেনাবাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়, তখন সেনা মোতায়েনের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এখনো সময় আসেনি। ’

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা তারিকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

সভাশেষে প্রধান নির্বাচন কমিশনার কাপাসিয়া উপজেলার হাইলজোর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ ও রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন।

পরে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাচন অফিসের সামনে একটি বৃক্ষ রোপণ করেন এবং ভোটার হালনাগাদ কেন্দ্র পরিদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘ভেজা পোশাক’; মিতালি রাজকে টুইটারে আক্রমণ!
পরবর্তী নিবন্ধযেকোন মুহূর্তে ঘটতে পারে পরমাণু যুদ্ধ!