প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (৩১ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টে আসেন সিইসি। এ সময় তার প্রতিনিধি দলে এসেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম।

এ সময় তাদের অভ্যার্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই সিইসিসহ ইসির প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে এসেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রধান বিচারপতির খাস কামরায় বৈঠক চলছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেল ২৮ কর্মকর্তা ও দুই দপ্তর
পরবর্তী নিবন্ধদেশে ফিরেছেন ১ লাখ ১০ হাজার ৫৯৫ হাজি