পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মাদ্রিদে অনুষ্ঠিতব্য ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ ২৫) অংশ নিতে ১ ডিসেম্বর স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ডিসেম্বর স্পেনের উদ্দেশে রওনা হবেন। ৩ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।
২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলন আগামী ২ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হবে। এতে ২৫টি দেশের সরকার প্রধান যোগ দেবেন। এ ছাড়া অংশ নেবেন প্রায় ৭০টি দেশের পররাষ্ট্র বা পরিবেশ মন্ত্রীরা।
সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে অংশ নিতে আসা বিশ্ব নেতাদের সামনে রোহিঙ্গা সমস্যার বিষয়টি জোরালো ভাবে তুলে ধরতে পারেন। সফরের সাইডলাইনে কয়েকটি বৈঠকে অংশ নেবেন।