প্রধানমন্ত্রী যে কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকেন: দীপু মনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকেন। কারণ এ দেশের জনগণই তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন। তার নেতৃত্বেই আজ দেশ এগিয়ে যাচ্ছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর শহরের পালবাজার আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণকালে ব্যবসায়ীদের উদ্দেশে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।

এ সময় উপস্থিত ছিলেন- পাল বাজারের ব্যবসায়ী নেতা শামছুল হক পাটওয়ারী, মধু পোদ্দার, সঞ্জিত পোদ্দার, মিজান গাজী ও শুকত আলী।

পরে দীপু মনি ২৯ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মধ্যে ২৭ জনকে ২ বান্ডেল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা এবং বাকি দুই ব্যবসায়ীর হাতে ১ বান্ডেল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে সবজির ব্যাগে ১২ হাজার পিস ইয়াবা
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা শিবির উন্নয়নে বাংলাদেশকে এডিবির ১০ কোটি ডলার অনুদান