প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাবেন শনিবার

নিউজ ডেস্ক :
নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গোপালগঞ্জ যাবেন। রবিবারে তিনি ফিরে আসবেন ঢাকায়।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি শপথ নেন সংসদ সদস্যরা। ১১ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেবেন। এরপর দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করবে।

নতুন সরকার গঠনের পর শনিবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং নিজ বাড়িতে একরাত অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্ববর্তী নিবন্ধআরও একধাপ কমলো বাংলাদেশের পাসপোর্টের মান
পরবর্তী নিবন্ধ৩ দশকের সবচেয়ে ছোট মন্ত্রিসভা এবারই