প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন স্থগিত

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে আসার কথা থাকলেও ওইদিন তিনি আসছেন না। পরিদর্শন স্থগিত হওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে পরিদর্শনে না আসার কোনো কারণ জানানো হয়নি চিঠিতে।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত ১২ জুলাই (বৃহস্পতিবার) ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন কর্মসূচি স্থগিত করা হলো। পরিদর্শনের পরবর্তী তারিখ যথাসময়ে অবহিত করা হবে।

সরকারের শেষ বছরে ফের মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে শুরুতেই ১২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করার কথা ছিল।

সরকারের বর্তমান মেয়াদের প্রথম দিকে সব মন্ত্রণালয় পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী। এর আগে ২০১৫ সালের ৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর পরিদর্শন সামনে রেখে সচিবালয়ে ৮ নম্বর ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক সংস্কারমূলক কার্যক্রম হাতে নেয়া হয়। মঙ্গলবার গিয়ে দেখা গেছে সংস্কারের শেষ মুহূর্তের কাজ চলছে।

জানা গেছে, বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা ও প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকারের শেষ সময়ে মন্ত্রণালয়গুলো পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী ওইসব নির্দেশনা বাস্তবায়ন অগ্রগতি জানবেন এবং আগামী নির্বাচনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের করণীয় সম্পর্কে তিনি দিক-নির্দেশনা দেবেন।

পূর্ববর্তী নিবন্ধআসিফ আলি জারদারিকে বিদেশ সফরে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধএলজিইডির কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি