প্রধানমন্ত্রীর সঙ্গে ৮ ইসলামী দলের সংলাপ চলছে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

জাতীয় ঐক্যফ্রন্ট, বিকল্পধারা, জাতীয় পার্টির পর এবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেছে আটটি ইসলামী দল। মঙ্গলবার দুপুর ২টায় এ সংলাপ শুরু হয়েছে।

সংলাপে বসা দলগুলো হচ্ছে-জাকের পার্টি, ইসলামী ঐক্যজোট (আইওজে), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জালালী পার্টি, আশিক্কিনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় ইসলামী জোট-বিএনআইএ, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট, ইসলামিক ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (আইডিএ)।

এ ছাড়া সন্ধ্যা ৭টায় সংলাপে অংশ নেবে বাম গণতান্ত্রিক জোট। জোটের দলগুলো হল- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলন।

পূর্ববর্তী নিবন্ধতফসিল ঘোষণার পর মন্ত্রীদের সরকারি সুযোগ-সুবিধা না নেয়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধএ বছর ৪১ শতাংশ বিক্রয় প্রবৃদ্ধি অর্জন মার্সেলের