প্রধানমন্ত্রীর সঙ্গে নোবেলজয়ী কৈলাশ সত্যার্থীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোবেলজয়ী সমাজ সংস্কারক ও শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী।

বুধবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল ‘আইটিসি মৌর্য’র মিটিং রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তারা পরস্পর কুশলাদি বিনিময় করেন।

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়নমন্ত্রী জি কিষাণ রেড্ডিও।

এর আগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ‘হায়দরাবাদ হাউস’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন। বৈঠকের পর দুদেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

পরে প্রধানমন্ত্রীর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-ভারত সম্পর্ক কৌশলগত অংশীদারত্বের ঊর্ধ্বে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধশ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে পাকিস্তান