প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত আইজিপির সাক্ষাৎ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে সদ্য নিয়োগ পাওয়া ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বৃহস্পতিবার দুপুরে তিনি প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দুপুরে নতুন আইজিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। কুশল বিনিময়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ১৫ থেকে ২০ মিনিট কথা বলেন নতুন আইজিপি।

উল্লেখ্য, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার এই নিয়োগ আগামী ৩১ জানুয়ারি থেকে কার্যকর হবে। আইজিপি হিসেবে এ কে এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হবেন ড. জাবেদ। তিনি এখন স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল আইজিপি হিসেবে দায়িত্বপালন করছেন। নতুন আইজিপি হিসেবে আগে থেকেই আলোচনায় ছিল তার নাম।

পূর্ববর্তী নিবন্ধচিরকলঙ্কের দিন ৫ ও ২৫ জানুয়ারি: খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধবাংলাদেশের অর্জন বিশ্ববাসীরও দৃষ্টি আকর্ষণ করেছে : রাষ্ট্রপতি